কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিনাউটি ইউনিয়নের মনিচং এলাকা হতে ১০০০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সদর উপজেলার সুলতানপুর ইউপির আজিম মিয়া ছেলে মো: রাকিব (২২) ও জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউপির বাবুল মিয়ার ছেলে আলমগির হোসেন অপু(৩৫)।
এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।