শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

ভোটার দিবস পালিত ও প্রস্তুতি সভা
রিপোর্টারের নাম / ৩৮ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি : “ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব। প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: আবুল কাশেম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: এরশাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার লিপি রানী দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমধর, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়া নাগরিকের অধিকার, ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। জামালগঞ্জে নতুন ভোটার হালনাগাদ হয়েছে প্রায় ১৩ হাজার ৮ শত ৪৬ জন। ৬টি ইউনিয়নে ভোটার হালনাগাদ সম্পন্ন হয়েছে।

অপর দিকে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় এ সভার আয়োজন করা হয়। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: আবুল কাশেম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: এরশাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার লিপি রানী দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমধর, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। এতে ৭ই মার্চ ও ১৭ মার্চ পালন উপলক্ষে আলোচনা করা হয়। যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে বলে আলোচনা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ