শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English

নবীনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রিপোর্টারের নাম / ৪৩ বার
আপডেট সময় শনিবার, ০১ এপ্রিল ২০২৩

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসহরে পুকুরের পানিতে ডুবে ঈশা মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে।ঈশা মনি পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

ঈশা মনি পৌর শহরের কলেজ পাড়ার ভাড়াটিয়া মাইনুদ্দিনের মেয়ে।মাইনুদ্দিনের গ্রামের বাড়ি কসবা উপজেলার চন্দ্রপুর। সে প্রায় ২৫ বছর যাবৎ নবীনগর ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, ঈশা মনিসহ সাথের আরো ৪/৫ জন পুকুরের পানিতে গোসল করতে নামে।এসময় সাথের সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে।পরে সহপাঠীরা শিশুটির পরিবারের লোকজনকে জানালে তারা পুকুরে এসে প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির একপর্যায়ে উদ্ধার করে।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ওসি (তদন্ত) সোহেল মিয়া বলেন, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে এমনটাই প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ